বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

খাষকাউলিয়া  ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

খাষকাউলিয়া  ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীর খাষকাউলিয়া  ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) অস্থায়ী ৫নং খাষকাউলিয়া  ইউনিয়ন পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে ২০২৪-২৫ অর্থবছরের এ বাজেট ঘোষণা করা হয়। 

এসময় খাষকাউলিয়া  ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. আবু ছাইদ বিদ্যুৎ এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান পরিচালনা করেন  ইউপি সচিব মো. হাফিজুর রহমান।

এতে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ১৯ লাখ ১২ হাজার ৫০০ টাকা। আর ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৮ লাখ ৯৩ হাজার টাকা। আয়-ব্যয় শেষে সম্ভাব্য ১৯ হাজার ৫০০ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান হাবলু, ইউপি সদস্য সেলিম রেজা, আমিনুল ইসলাম সুরুজ, শাহিন সিকদার ও রুহুল আমীন  প্রমুখ। এছাড়াও সংরক্ষিত আসনের ইউপি সদস্য, নুরজাহান, তাছলিমাসহ বিভিন্ন  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিএইচ